রাজবাড়ী শহরের মাছ বাজার এলাকা থেকে ৩১৪ লিটার মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী শহরের মাছ বাজার এলাকা থেকে ৩১৪ লিটার মদসহ মাদক এক ব্যবসায়ীকে র্যাব-৮ সদস্যরা গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতের নাম, অসিত কুমার দাস (৪৯)। সে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর গ্রামের মনিন্দ্রনাথ দাসের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহকারি পরিচালক ও সহকারি পুলিশ সুপার সন্জয় কুমার সরকার জানান, একজন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ দেশীয় মদ বিভিন্ন মাদক বিক্রেতার নিকটে পাইকারী-খুচরা বিক্রয় করে থাকে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। এর প্রেক্ষিতে গত বুধবার রাতে রাজবাড়ী পৌর মাছ বাজার সংলগ্ন ফারুক হোসেনের বরফ কলের উত্তর পাশে অমিত কুমার দাসের ভাড়াকৃত দোকানের মধ্যে দেশীয় মদ নিজ হেফাজতে রেখে বিক্রয় কার্যক্রম করছে। এ প্রেক্ষিতে ফরিদপুর র্যাব ক্যাম্প উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অসিত কুমার দাসকে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীর হেফাজত হতে ৩১৪ লিটার দেশীয় মদ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি সিককার্ড সহ ২ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ৭ হাজার ১ শত ৫০ টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য দেশীয় মদ ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।