কৃষকলীগের কেন্দ্রীয় নেতা হক-এর মামা খলিলুরের ইন্তেকাল –
আবু সাঈদ,রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার সমাজ সেবক খলিলুর রহমান আর নেই। তিনি শনিবার প্রত্যুষ্যে কালুখালীর মৃগী ইউনিয়নের শিকজান গ্রামে মারা গেছেন (ইন্নালিল্লাহে —রাজেউন)। পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন হৃদরোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
সমাজ সেবক খলিলুর রহমান বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রী কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকের মামা। সমাজ সেবামূলক কাজে তিনি সর্বদা এই নেতার সহচর হিসেবে কাজ করতেন। এজন্য খলিলুর রহমান এলাকার সর্বস্তরের মানুষের কাছে অতি পরিচিতজন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৩ পুত্র, ১ কনেসহ অসখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক ও স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু শোক প্রকাশ করেছেন। পৃথক শোক বার্তায় দুই নেতা সমাজ সেবক খলিলুর রহমানের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
শনিবার বিকেলে শিকজান ফুটবল মাঠে খলিলুর রহমানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।