বহরপুর আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন খেলার উদ্বোধন –
মোঃ আমিরুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদের আয়োজনে বহরপুর আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শেকাড়া শাহ্ পালোয়ান (রঃ) এর মাজার মসজিদ প্রাঙ্গনে মহান বিজয় দিবস উপলক্ষে সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদ আয়োজিত বহরপুর আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন লীগ ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ৭১এর রণাঙ্গনের বীর সেনানী ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান।
উদ্বোধন অনুষ্ঠানে মহান বিজয় বিবস বহরপুর আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন লীগের আহ্বায়ক খন্দকার হিমেল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার এজাজুল হক মনা, মোঃ সাইফুল ইসলাম মিয়া বাবু, সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদের আহ্বায়ক এস, এম হেলাল খন্দকার, যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম নুরু, খন্দকার মোঃ ফয়জুল ইসলাম প্রমুখ।