কালুখালীতে শুটিং হলো হুমাইয়া হিমু অভিনীত নাটক “কোকিল খোয়াড়ী” –
রাজবাড়ী বার্তা ডট কম :
আসছে হুমাইয়া হিমু অভিনীত নতুন নাটক কোকিল খোয়াড়ী। গ্রামের অপরাধী পশুপাখীদের সাজা কেন্দ্র খোয়াড়। এর মালিক কোকিল নামের এক দুষ্ট লোক। খোয়াড়ে কারো গরু ছাগল আসলেই তাকে সইতে হয় নানা যন্ত্রনা। সাথে সরকারী নিয়মনীতির চেয়ে হাজার গুন বেশি জরিমানা তো আছেই। কখনো কখনো খোয়াড়ে আসা পশু খুজেও পাওয়া যায় না। চলে যায় খোয়াড় মালিক ও তার চামচাদের পেটে। এই কাহিনীর প্রতিবাদী হিসেবে আত্মপ্রকাশ হয় হুমাইয়া হিমুর।
কথা সাহিত্যিক ইউসুফ বাশার আকাশের লেখা এমন একটি গল্প “কোকিল খোয়াড়ী” অবলম¦নে নাটকটি তৈরি হয়েছে । গল্পটির নাট্যরুপ দিয়েছেন পরিচালক শ্রাবন চক্রবর্তী দিপুর। এতে অভিনয় করেছেন হুমাইয়া হিমু, মাসুম আজিজ, শ্রাবন চক্রবর্তী দিপু, ডাঃ পারিজাত কুমার পাল,মোশারফ হোসেন,অসিম পাল ,পার্থ প্রতিম দাস, শিশুশিল্পী ইরা প্রমুখ।
আজ সোমবার রাজবাড়ী কালুখালী উপজেলার মদাপুরসহ বিভিন্ন জায়গায় কোকিল খোয়ারী নাটকের শুটিং সম্পন্ন হয়েছে।এটি খুব শিঘ্রই দর্শকের সামনে আসবে বলে জানালেন পরিচালক শ্রাবন চক্রবর্তী দিপু। নাটকটি দর্শকদের আকৃষ্ট করবে বলে দাবী করেন অভিনেত্রী হুমাইয়া হিমু।