রাজবাড়ী জেলা জাপা’র সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আর নেই –
রাজবাড়ী বার্তা :
রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা শহরের গোদার বাজারের এনজিএল ইটভাটার মালিক গোলাম মোস্তফা (৬৮) আজ মঙ্গলবার রাত ৯ টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে—-রাজেউন)। তার আগে অসুস্থ অবস্থা তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্নীয় -স্বজন রেখে গেছেন।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান মমিন জানান, আগামীকাল বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ২৮ কলোনী কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।