কালুখালীতে ডিবি’র অভিযান- আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার আসামি জিল্লু গ্রেপ্তার –
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের পারকুল থেকে আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার আসামি মোঃ হারুন উর রশিদ জিল্লু (৪৬) কে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করেছে। জিল্লু ওই গ্রামের মৃত হেদায়েত হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওমর শরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ২টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই শহিদুল ইসলাম ও এসআই মোহাম্মদ মোজাম্মেল হকসহ অন্যান্য পুলিশ সদস্যরা জিল্লুর বসত বাড়ীতে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। সে সময় একটি লোহার তৈরি কালো রং-এর সচল ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
এ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।