বেশি দামে সার বিক্রির দায়ে কালুখালীর দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা –
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্যে সার বিক্রির দায়ে রাজবাড়ীর কালুখালীতে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় লিখিত অভিযোগ হওয়ায় ভুক্তভোগী ভোক্তা অাব্দুল অাজিজকে জরিমানার ২৫ শতাংশ ৫ হাজার টাকা প্রদান করা হয়।
বুধবার দুপুরে রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শরীফুল ইসলামের নের্তৃত্বে কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৪০ ধারায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠান হলো, রতনদিয়া বাজারের মেসার্স নন্দী ট্রেডার্স সরকার ও মেসার্স খান ট্রেডার্স।
রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং অভিযানে সহযোগতিা করেছেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কালুখালী থানা পুলিশ ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক। এছাড়া এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার আইন- ২০০৯ এর বিভিন্ন ধারা সম্পর্কে নির্দেশনা দিয়েছেন।