রাজবাড়ীর কৃতি সন্তান মেজর জেনারেল মতিউর রহমান -এর আজ জন্মদিন –
- Update Time : ১০:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ২৬ Time View
রাজবাড়ী বার্তা ডেস্ক :
রাজবাড়ী জেলার পাংশার কৃতি সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান ১৯৬৫ সালের ২৪ নভেম্বর রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ভাতশালা গ্রামে জন্মগ্রহণ করেন। রাজবাড়ী বার্তা ডট কম-এর পক্ষ থেকে জন্ম দিনের শুভেচ্ছা রইল।
তিনি ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ১৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিস, জালালাবাদ সেনানিবাসে প্রশিক্ষক, বাংলাদেশ মিলিটারী একাডেমী চট্টগ্রামের প্রশিক্ষক, দুইটি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার এবং ডিজিএফআই-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৩ সালের ৮ আগস্ট তিনি ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন এবং ১৩ আগস্ট ২০১৩ সালে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার যশোর হিসেবে যোগদান করেন।
৫৫ পদাতিক ডিভিশনের জিওসি থাকাকালে তার নেতৃত্বে ২০১৫ সালের ১৫ই জানুয়ারী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাকান্দরে গড়াই নদীর তীরে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ২০১৪-২০১৫ সালের শীতকালীন মহড়া এবং এ্যাসাল্ট রিভার ক্রসিং অপারেশন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২০১৬ সালের ৭ জানুয়ারী কালুখালী উপজেলার পদ্মা নদীর পাড়ে প্রস্তাবিত রাজবাড়ী সেনানিবাস এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ ২০১৫-২০১৬ এর ব্রিগেড আক্রমণ মহড়া প্রত্যক্ষ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে তার দায়িত্বকালীন সময়ে ২০১৫ সালের ১০ জুন রাজবাড়ী সেনানিবাস স্থাপনের জন্য ১৪১০ একর জমি দীর্ঘ মেয়াদী বন্দোবস্ত প্রদান করে রাজবাড়ী জেলা প্রশাসন। পরবর্তীতে ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারী সেনাসদরে এ্যাডজুটেন্ট জেনারেল পদে যোগদান করে ২৬ আগস্ট ২০১৮ তারিখ পর্যন্ত সুনামের সাথে অর্পিত দায়িত্ব পালন করেন।
উল্লিখিত দায়িত্ব ছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট কমান্ডার এবং মিলিটারী অবজারভার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি রাজবাড়ীর মানুষের প্রতি খুবই দয়াবান।
মেজর জেনারেল মতিউর রহমান ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র মিনার ও এক কন্যা রোজার গর্বিত পিতা। এই শুভ জন্মদিনে স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি সাথে অনেক অনেক শুভকামনা রইলো। সংবাদটি রাজবাড়ী কল্যাণ সমিতি- এর ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়