রাজবাড়ী থানা পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ –
রাজবাড়ী বার্তা :
রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশের সদস্যরা ১২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হচ্ছে। গত রবিবার রাতে ওই অভিযান পরিচালনা করা হয়।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর দিকনির্দেশনায় তার নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ অভিযানে পলাতক আসামী মোঃ ইসলাম খান, ইব্রাহীম, রবিউল ইসলাম, মোঃ রাব্বি, রুবেল সর্দার, মোঃ আরিফ খান, মোঃ বিশু শেখ, মোঃ রনি মোল্লা, মোঃ আরিফুল মোল্লা, মোঃ জাহাঙ্গীর শেখ, নারী ও শিশু নির্যাতন আইনের মামলার জাসেদ মোল্লা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা আসামী মোঃ মিরাজ খাঁনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।