রাজবাড়ীর মিজানপুর ইউপি চেয়ারম্যান পদের সম্ভব্য প্রার্থী কেন্দ্রীয় যুবলীগ নেতা রামিম –
রাজবাড়ী বার্তা :
গত ১৪ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে সদস্য পদে স্থান পেয়েছেন রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগরের বাসিন্দা, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সম্পাদক ও ঢাকা জজ কোর্টের আইনজীবি ইয়াসির আরাফাত রামিম।
তিনি গত রবিবার দুপুরে ঢাকা থেকে রাজবাড়ীতে আসেন। তাকে জেলা যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। আজ সোমবার তিনি জেলার জনপ্রিয় ইউটিউব চ্যানেল “টিভি রাজবাড়ী” -এর মুখোমুখি হন।
তিনি বলেন, প্রায় ১৭ বছর রাজবাড়ী জেলা যুবলীগের সম্মেলন হয় না। এই সম্মেলন যাতে দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব হয় সেই প্রচেষ্টা তিনি চালাবেন।
তিনি আরো বলেন, ২০১৪ সালে তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হতে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। এবারও তিনি দলীয় মনোনয়ন চাইবেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।