রাজবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন –

- Update Time : ০৬:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার বিকালে রাজবাড়ী সরকারী কলেজে সংগঠনটির নিজস্ব অফিসে আলোচনা সভা ও কেঁক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার ঘোষ, সহকারী অধ্যাপক মোঃ আশরাফ হোসেন খান, আব্দুর রশিদ মন্ডল, বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা খায়রুল ইসলাম, পদ্মা জোনের উপদেষ্টা আবু রাসেল খান সুইট, আব্দুর রহমান চৌধুরী, রাজবাড়ী সরকারী কলেজ ইউনিটের উপদেষ্টা আবু রায়হান, সভাপতি এসএম সুমন মাহমুদ, সাধারন সম্পাদক সবুর আহম্মেদ প্রমুখ।
জানাগেছে, ১৯৯৭ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের ৩০৭ নম্বর রুমে কিছু ছাত্র “একের রক্ত অন্যের জীবন, রক্ষই হোক আত্মার বাঁধন” এই মুলমন্ত্রকে ধারন করে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠর বাঁধন প্রতিষ্ঠা করে। সেই থেকে হাটি হাটি পা পা করে আজ ২৪ বছরে পা রেখেছে সংগঠনটি। এরই মধ্যে সংগঠনটি ৫৩ টি জেলায় ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ১২ জোনে বিভক্ত হয়ে ১৩৬ টি ইউনিট ও ৭ টি পরিবারের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিদের রক্তের গ্রুপ নির্নয় করে অসহায় গরিবদের রক্তের চাহিদা মিটাচ্ছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়