“পাখির জন্য রাজবাড়ীর যুবক পাপুনের অন্যরকম ভালোবাসা”-
রাজবাড়ী বার্তা ডট কম :
নগরায়নের ফলে জেলা শহর গুলোতে কমতে শুরু করেছে তাজা গাছের পরিমান। দেখা মেলা কষ্ট বড় বড় গাছেরও। আর যে সব গাছ এখনো রয়েছে, সে সব গাছে দেখা মিলছেনা পাক-পাখালীর। এমনি অবস্থায় জেলা শহরের গাছ গুলোতে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে কাজ শুরু করেছেন যুবক সৈয়দ মাহমুদ তাশফিন সালেহীন পাপুন। তিনি জেলা শহরের সমমনা সচেতন ব্যক্তিদের সাথে নিয়ে আজ শনিবার দুপুরে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে থাকা গাছে মাটির কলস বেঁধে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ীর সাবেক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা আক্তার, কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, শিক্ষক আহসান হাবিব, প্রদ্যুৎ কুমার দাস , সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সৌমিত্র শীল চন্দন, খোকন মাহমুদ, নেহাল আহম্মেদ, ফারুক আহম্মেদ, শাহজালাল মিয়া, রঞ্জন কুমার সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দ মাহমুদ তাশফিন সালেহীন পাপুন বলেন, রাজবাড়ী জেলা শহরের দিন দিন বাড়ছে পাকা দালানকোঠা। ফলে কমছে গাছ-গাছালি। বড় বড় গাছ এখন চোখে মেলাই কষ্ঠ। কিছু কিছু মানুষ সখের বসে বাড়ীতে যে দু’চারটি গাছ লালন-পালন করছেন, সে সব গাছে খুব একটা দেখা যায় না পাক-পাখালী। যে কারণে তিনি তার সমমনা মানুষদের সহযোগিতা নিয়ে জেলা শহরের গাছ গুলো পাক-পাখালীর নিরাপদ আবাসস্থল তৈরীর উদ্যোগ গ্রহণ করেছেন। উদ্বোধনী দিনে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে থাকা গাছ গুলোর মগডালে ২৫টি কলস বেঁধেছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।