অতিরিক্ত সচিব হলেন রাজবাড়ীর কৃতি সন্তান ড. মো. নজরুল ইসলাম –
- Update Time : ১০:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
- / ৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
অতিরিক্ত সচিব হয়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ব্রি-গোপালপুর গ্রামের কৃতি সন্তান ড. মো. নজরুল ইসলাম অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেছেন। তিনি এর আগে অর্থ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।
ড. মো. নজরুল ইসলাম জানান, তার সহধর্মিনী শায়লা পারভীন ঢাকা নায়েম-এর সহযোগি অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছে। তিনি ১৩ তম বিসিএস ক্যাডার হিসেবে ১৯৯৪ সালে সিলেটে যোগদান করেন। পরবর্তীতে ইউএনও হিসেবে কুমিল্লার মেঘনা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও মানিকগঞ্জের ঘিওরে এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পটুয়াখালীতে কাজ করেছেন। ২০১৩ সালে অর্থ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে যোগদান করেন। সেখানে কর্মরত অবস্থাতেই অতিরিক্ত সচিব হিসেবে তার পদোন্নতি হলো। তিনি সকলের দোয়া কামনা করেছেন।
তার পদোন্নতিতে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়