দৌলতদিয়া ফেরি ঘাট, সকালে ফাঁকা দুপুরে যানজট –
রাজবাড়ী বার্তা ডট কম :
নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ। অতিরিক্ত চাপ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। তবে এই নৌরুটে ফেরি বৃদ্ধি করায় যানবাহনগুলো সহজে ফেরি পারাপার হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ফেরি ঘাট ফাঁকা থাকলেও দুপুরের পর যাত্রীবাহী পরিবহন ও পন্যবাহী ট্রাকের কিছুটা সারি হয়।
মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা ঘুরে দেখা যায়, যানবাহনের অপেক্ষায় ফেরিগুলো দৌলতদিয়া পল্টুনে বসে রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহন বৃদ্ধি পেতে থাকে। দুপুর ১টার পর যানবাহনের কিছুটা সারি হয়। এতে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ১কিঃমিঃ সারি হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ ব্যবস্থাপক মোঃ মাহাবুব হোসেন জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ। যে কারণে এই নৌরুটে অতিরিক্ত চাপ। তবে এই নৌরুটে ফেরি বন্ধ থাকায় যানবাহন নদী পারাপারে কোন প্রকার সমস্যা হচ্ছে না। এই নৌরুটে বর্তমান ১১টি রোরো (বড়), ৭টি ইউটিলিটি (ছোট) সহ মোট ১৮টি ফেরি চলাচল করছে। এই নৌরুটে ১৬টি লঞ্চ চলাচল করছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।