‘লকডাউন’ হয়নি রাজবাড়ী নতুন করে বাড়েনি করোনা রোগিও –
- Update Time : ০৮:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে, ফেসবুকসহ বিভিন্ন ভার্চুয়াল মিডিয়াতে রাজবাড়ী জেলা সহ সারা বাংলাদেশে লকডাউন সংক্রান্ত যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য অধিদপ্তর।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম আজ সোমবার সন্ধ্যায় জানিয়েছেন, এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরে আলোচনা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি। তাই সরকারি অনুমোদন না হওয়া পর্যন্ত লকডাউন কবে, কখন শুরু হবে তা নিশ্চিত ভাবে বলা সম্ভব না।
তিনি আরো বলেন, গত ৩ জুন পাঠানো ৪১ জনের স্যাম্পল আজ সোমবার তাদের হাতে এসেছে। যার সব গুলো স্যাম্পলই নেগেটিভ এসেছে। এ পর্যন্ত মোট পাঠানো স্যাম্পল -এর প্রাপ্ত রিপোর্ট ২ হাজার ১ শত ৭২ টি। মোট সুস্থ ৪৪ জন এবং মোট পজেটিভ ৮০ জন।
তিনি আরো বলেন, আপনারা জানেন দেশে করোনা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় আছে সুতরাং সর্বক্ষেত্রে জনসচেতনতা এবং সাবধানতা অবলম্বনের বিকল্প নাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়