কবিতা-পাল্টে গেছে পৃথিবী: অতিরিক্ত সচিব ইসলাম সাইফুল-
- Update Time : ১০:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / ১৯ Time View
দেহাতি বাস স্টেশন টি ফাঁকা
মেট্রো রেল বিমান সব অচল
সড়কে নিরব মাদল বাজছে
ঝুম ঝুম বৃষ্টির তালে ।
তোমার কাছে আসার খুব ইচছে আমার
কাল ভোরেই রওনা দিব
পৌছে যাবো তোমার কাছে
তুমি কি ভাবছো আমার কথা
উল্টে দেখো পুরোনো এলবাম
একটা গ্রুপ ছবি পেতেও পারো ।
তোমার হাসি লেপ্টানো কাজল
কপালের ঘাম ডান গালে তিল
গলার নীচে একটা ছোট ঘামাছি
লাল সাদা ফুল তোলা জামা
লোকাট টা পিঠের দিকে
ঐ খানে চিক চিক লোম
স্ফীত বুক ঢেকেছো উড়নাতে
নিটোল কোমর ভারী নিতম্ব
কালো এলিফ্যান্ট সালোয়ার
চেপে রাখা খয়েরি মলাটের খাতা
সব কিছুই ঠিক চাই আমি ছবির মত
ছবি টা কি দেখেছো ?
এত রাতে কি করছো তুমি
নিশ্বাসে কার্বন ছাড়ছো
অকুলের উপর?
আমি তোমার অক্সিজেন
টেনে নিও বুকের ভিতর ।
এই এসো না পাশাপাশি
যতই না দূরে থাকি
চল ব্যালকনিতে চাঁদনি দেখি
আকাশ ফাঁকা নেই
মেঘে মেঘে আঁকা
তোমার ছবি
কি পড়েছো তুমি
টি সার্ট না মেক্সি !
তোমাকে স্নানের পোষাকে
দেখিনি কোনদিন
তোমার সম্ভার
আমার সম্ভাবনা
কি এভাবেই থাকবে
তোমার লম্বা চুল রেখে ছো
না কেটেছো এখন !
তোমার সুগন্ধি কি
প্রিয় টলেট্রিজ
আমার জানা নেই
ইকোনোমিক্স পড়াতে পড়াতে
পিঠে থাপ্পড় দিয়ে বলে ছিলে
কিছু বলবে ?
আমার শরীর থমকে গেল
স্থির চোখে তাকিয়ে আমি
রক্তের স্রোতে টের পেলাম
অনেক জোরে উচ্চারণ করতে গিয়ে
ভুলে গেলাম কি বলবো আমি
অকুল এসে গেলো
বললো তোদের হলো
তোমার আঙুল লম্বা নখ
আমার পিঠে রেখে
নিয়ে গেলো তোমাকে
আর বলা হয়নি আমার
তোমার ও না
তার পর তোমাকে দেখতে ইচছে করে
হঠাৎ করেই মনে হয়
এই ভুলভাল খেলা রেখে
চলে আসো ।
নিমগ্ন হয়ে চাদনীতে বসি
পিঠে পিঠে পিঠ রেখে
সন্ধ্যা না আরতী
ঠিক করে নিও
একটা গান শুনতে চাই
যেমন শুনতে চায়
অগণিত মানুষ ।
আমি ইউ টিউব এ শুনি
আর মনে করি
ইকোনমিকস টা কেমন
নিউইয়র্কে এখন মৃত্যুর মিছিল
তোমার এখানে কেমন
একবার আসতে চাই তোমার কাছে
কোল ঘেঁষে বসতে চাই
মাথাটা রাখতে চাই
তোমার উরুতে
আমার ঠোঁট দুটো ঝুলবে বাতাসে
তুমি আমার মাধবীলতা হবে
একবার আসতে চাই
নিঃশব্দে তোমার কাছে
আমার ডানা ঝাঁপানোর শব্দ তুমি পাবে
আমি আসতে চাই তোমার কাছে
বার বার যতবার খুশি
উড়ে উড়ে ।।
লেখক- ইসলাম সাইফুল
অতিরিক্ত সচিব, জ্বলানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
পরিচালক অর্থ, ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়