বালিয়াকান্দিতে লিচু গাছ থেকে পড়ে একজনের মৃত্যু –
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বসতবাড়ীর লিচু গাছ থেকে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। তার নাম, ইসমাইল হোসেন (৫৫)। বাড়ী উপজেলার নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে।
নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম বলেন, বৃহস্পতিবার সকালে বসতবাড়ীর লিচু গাছ থেকে লিচু পাড়ার সময় ইসমাইল হোসেন (৫৫) গাছ থেকে পড়ে যায়। বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। শুক্রবার সকাল ৯টায় মধুপুর ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে কবরস্থানে দাফন করা হয়।