রাতের আঁধারে ৮০টি মধ্যবিত্ত পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দিলেন মিতা –
- Update Time : ১১:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ১৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাতের আঁধারে ৮০টি মধ্যবিত্ত পরিবারে খাদ্য পৌছে দিলেন দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী শাখার নারীবিষয়ক সম্পাদক ও জেলা শহরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা মোস্তফা মিতা।
শুক্রবার তিনি জেলা শহরের কাজীকান্দা, কাজীবাধা, বিসিক, রামকান্তপুর ও শ্রীপুরের কর্মহীন ও মধ্যবিত্ত মানুষের বাড়ি বাড়ি ওই সব খাবার পৌঁছে দিয়েছেন। তার এ কাজে সার্বিক সহযোগিতা করছেন, তার স্বামী ফেরদৌস খানসহ অন্যান্যরা।
গুলশান আরা মোস্তফা মিতা জানান, করোনাভাইরাসের প্রদুর্ভাবরোধে তিনি শুরুতেই নিজ হাতে মাস্ক বানিয়ে বিতরণ করেন। সেই সাথে নিজের জমানো টাকা দিয়ে খাবার কিনে হতদরিদ্রদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছানো শুরু করেন।
মিতা জানান, এ পর্যন্ত ৩৬০ পরিবারে তিনি খাবার পৌঁছে দিয়েছেন। এবার যে ৮০ জনের খাবার কিনেছেন তাতে যারা আর্থিক সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তার এই সাহায্যের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়