রাজবাড়ী জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ –
রাজবাড়ী বার্তা ডট কম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ৩শ জন অসহায় ব্যাক্তির মাঝে ১টি করে মুরগিসহ ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তাবায়ন ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর নির্দেশে জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম এরশাদ এর ব্যক্তি উদ্দ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মুরগি ছাড়াও সেমাই, চিনি, দুধ, কিসমিস, পোলার চাল, ডাল দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাস সফি, সহ-সভাপতি অ্যাডঃ খান মোঃ জহুরুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক নিলয় বাপ্পী, জেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি নাহিদুল আলম রাজু, আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোকছেদুল আলম মিথুন, নুরুল হক শুভ, সদস্য জাকির হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জালাল পাঠান প্রমূখ।
এছাড়া জেলা ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।