গোয়ালন্দে বিআইডব্লিউটিসির কর্মী মেসে’র রাঁধুনি করোনা আক্রান্ত –
- Update Time : ০৩:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ২০ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিসি কর্মীদের মেসে রান্নার কাজ করা মরিয়ম বেগম (৪৫) নামে এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি দৌলতদিয়া ইউনিয়নের ক্যানেল ঘাট সাইনবোর্ড এলাকার সোহরাব হোসেনের স্ত্রী। গোয়ালন্দে এ নিয়ে বিআইডব্লিউটিসি’র ৫ কর্মীসহ ৬ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেল।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসি’র ৫ কর্মী করোনা ভাইরাস আক্রান্ত হন। যে কারণে দৌলতদিয়া ঘাটের মজিদ শেখের পাড়ায় বিআইডব্লিউটিসি’র কর্মীদের ম্যাসে রান্না করা দুই নারীর করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে এক জনের ফলাফল পজেটিভ আসে। আক্রান্ত ওই নারীকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, এ পর্যন্ত জেলার ৭৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১৪ জন পজেটিভ হয়েছে। পজেটিভ রোগিদের মধ্যে গোয়ালন্দ বিআইডব্লিইটিসি’র কর্মচারী ৫ জন। পজেটিভ রোগিদের মধ্যে ইতোমধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাংশার ১ জন, বালিয়াকান্দির ১ জন, গোয়ালন্দ বিআইডব্লিইটিসি’র ৩ জন কর্মচারীসহ গত মঙ্গলবার ভর্তি হওয়া রোগিসহ ৬ জন অবস্থান করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়