অনির্দিষ্ট কালের জন্য লকডাউন রাজবাড়ী! –

- Update Time : ০৯:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
- / ৪৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাস সংক্রমনের ঝুকি মোকাবেলায় ১০ দিনের জন্য লকডাউনের সময়সীমা মঙ্গলবার শেষ হয়েছে। তবে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকানো যায়নি পুরোপুরি। ফলে এবার অনির্দিষ্টকালের জন্য গোটা জেলাকে লকডাউন করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন!
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, এ পর্যন্ত রাজবাড়ী জেলায় ৮ জন করোনা রোগি সনাক্ত হয়েছে। একই দিনে ৫ জন করোনা রোগি সনাক্ত হওয়ায় গত ১১ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিন লকডাউন ঘোষনা করা হয়েছিলো। এ লকডাউনের সময়সীমা মঙ্গলবার শেষ হয়ে যাওয়ার পরও, কারোনা ঝুঁকি কাটেনি। তাই সংক্রামন পুরোপুরি রোধ করতে অনির্দিষ্টকালের জন্য রাজবাড়ী জেলা পুনরায় লাকডাউন ঘোষনা করেছেন জেলা প্রশাসক।
এই লকডাউন চলাকালে রাজবাড়ী জেলায় জনসাধারণ প্রবেশ কিংবা বের হওয়অ নিষেধ। এ সময় জাতীয় আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা হইতে কেউ এ জেলায় প্রবেশ ও এ জেলা হতে অন্য জেলায় যেতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এমন নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পন্য, খাদ্য দ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এই লকডাউনের আওতা বর্হিভূত থাকবে। আর জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক দিয়ে রাজবাড়ী জেলার ওপর দিয়ে অন্যান্য জেলার আন্তঃসংযোগ, এর আওতা বর্হিভূত থাকবে। জেলা ও উপজেলার যে কোন সিমানা দিয়ে এ জেলায় যানবাহনের প্রবেশ ও বাহির বন্ধ থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়