এসপি’র উদারতায় রাজবাড়ী রেল ষ্টেশনে রাতে আশ্রয় নেয়া ছিন্নমূল মানুষ পেলো শীতবস্ত্র –

কাজী টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
তীব্র শীতে নাকাল অবস্থা ছিন্নমূল মানুষের। বিশেষ করে কাজ শেষে রাতে ঘুমানোর জন্য রাজবাড়ী রেল ষ্টেশনে আশ্রয় নেয়া হত দরিদ্রদের অবস্থা বেগতিক। তাদের এ দুরাবস্থার খবর পেয়ে ওই সব মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম।
তিনি আজ বৃহস্পতিবার রাত ১১টার দিকে হঠাৎ করেই রাজবাড়ী রেল ষ্টেশনে যান এবং ষ্টেশন প্লাটফর্মের খোলা জায়গায় তীব্র শীতের মধ্যে ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষদের হাতে কম্বল তুলে দেন। সে সময় কম্বল হাতে পেয়ে শীতে কষ্ট পাওয়া মানুষ গুলোর মুখে মুহুর্তের মধ্যেই ফোটে হাসি। ওই সময় ষ্টেশনে থাকা রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা পুলিশ সুপারের এই মহতি উদ্যোগকে স্বাগত জানান।

সে সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেন, শীতের তীব্রতা বেড়েছে। ফলে ছিন্নমূল মানুষ খুব কষ্ট পাচ্ছে। যে কারণে ব্যক্তিগত ভাবে তিনি এই কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন।
সে সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফউজ্জামান, সদর থানার ওসি স্বপন মজুমদারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।