রাজবাড়ীতে এনআরবিসি ব্যাংকের ৬৯ তম শাখা উদ্বোধন –

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে এনআরবিসি ব্যাংকের ৬৯ তম শাখার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে রাজবাড়ী জেলা শহরের মৃধা মার্কেটের দ্বিতীয় তলায় এনআরবিসি ব্যাংকের ৬৯ তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মোঃ রফিকুল ইসলাম মিয়া আরজু।
এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকীম, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, রাজবাড়ী চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাসট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী, এনআরবিসি ব্যাংকের উপ ব্যাবস্থাপক মোঃ তালহা, মোঃ মোক্তার হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
এ সময় বক্তারা জানান, এনআরবিসি ব্যাংকের এ শাখা থেকে জেলার ব্যাবসায়ী ও শিল্প উদ্যাক্তাদের সহজ শর্তে লোন দেওয়া হবে। এর ব্যাংককিং সেবার মাধ্যমে এই অঞ্চলে কৃষি ও শিল্পে বিপ্লব ঘটানো সম্ভব হবে।