রাজবাড়ীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৬৯ তম শাখার উদ্বোধন –

লিটন চক্রবর্তী, রাজবাড়ী বার্তা ডট কম :
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৬৯তম শাখা রাজবাড়ী বাজারের পাটবাজার মোড় এলাকার এস এন টাওয়ারের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহষ্পতিবার সকালে ব্যাংকটির পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার উদ্বোধন ঘোষনা করেন। এর আগে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, ভবন মালিক মোঃ রুহুল পারভেজ, ব্যবসায়ী আরবান আলী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু আর্থিক লাভের আশায় এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের হাত থেকে বাঁচানোর মহান উদ্দেশ্যে নিয়ে ১৯৯৫ সালে এই ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়েছে।