গোয়ালন্দে জনগণের মুখোমুখি সরকারী কর্মকর্তারা –
- Update Time : ০৯:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮
- / ১১ Time View
আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদে নিজ নিজ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে উপস্থিত হয়েছেন কয়েকশ সাধারন জনগণ। উদ্দেশ্য নিজেদের সমস্যা তুলে ধরবেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাদের কাছে।
মঙ্গলবার ও বুধবার কর্মকর্তাদের অংশগ্রহনে গণশুনানি বিষয়ক অনুষ্ঠান ‘চলো যাই গাঁয়ের পথে’ আয়োজন করে উপজেলা প্রশাসন। শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন এবং স্ব-স্ব দপ্তরের নাগরিক সেবা তুলে ধরেন কর্মকর্তারা। এরপর আগতরা তাদের অভিযোগ ও বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন কর্মকর্তাদের কাছে। কর্মকর্তারাও এসকল প্রশ্নের জবাব দেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএমন নুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) শেখ আবদুল্লাহ সদীদ, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ও দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদারসহ সকল সরকারী দপ্তরের প্রধানগণ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়