ঈদের আগে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাটের সকল সমস্যা সমাধান করা হবে -নৌপরিবহন মন্ত্রী –
- Update Time : ১০:৩১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
- / ২৯ Time View
লিটন চক্রবর্তী, রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদের আগে দৌলতদিয়া ফেরি ঘাটের সকল প্রকার সমস্যা গুলো সমাধান করা হবে।আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাট পরিদর্শন কালে সাংবাদিকদের এ কথা বলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।
নৌমন্ত্রী দৌলতদিয়া ঘাট পরিদর্শন শেষে পাটুরিয়া লঞ্চ ঘাট, ফেরি ঘাট ও ভাসমান কারখানা মধুমতি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী নিজামদ্দিন পাঠান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উদ্দিন, উপপরিচালক বন্দর শেখ মোঃ সেলিম রেজা, সহকারী পরিচালক ট্রাফিক মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ।
মন্ত্রী বলেন, ঈদের আগে ঘর মুখী মানুষ নিরাপদে গন্তব্যে যেতে পারে সেজন্য ঘাটের সমস্যাগুলো চিহ্ণিত করে জরুরী মেরামত করা হবে। ফেরি ঘাটের এ্যাপ্রোজ সড়ক ও মেরামত করা হবে। লঞ্চ ঘাটের রাস্তা ঈদের আগে সম্পন্ন মেরামত করা হবে। ঈদের আগে একটি ফেরিও যেন বসা না থাকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়