রাজবাড়ীতে স্কাউটিং বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন –
- Update Time : ০৯:৫৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮
- / ১৬ Time View
রুবেলুর, ইমরান, আতিয়ার, টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার স্কুল ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকদের নিয়ে ৬২৪ ও ৬২৫ তম স্কাউটিং বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করা হয়।
এতে জেলা শিক্ষা অফিসার ও জেলা স্কাউটসের সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
জেলা স্কাউটস লিডার অখিল কুমার কুন্ডুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান, ফরিদপুর স্কাউটের সহকারী পরিচালক লিয়াকত হোসেন, কোর্স লিডার সুনীল চন্দ্র নাথ, সহকারী জেলা শিক্ষা অফিসার সামছুন্নাহার চৌধুরী, জেলা স্কাউটসের সহকারী কমিশনার সংগঠন সুকুমার বিশ্বাস, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেন প্রমূখ। ওরিয়েন্টেশন কর্মশালায় জেলার ৮০ জন শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহন করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়