ইন্টারনেট লাইন না থাকায় গোয়ালন্দের সরকারী দপ্তরের কার্যক্রম ব্যাহত-

- Update Time : ০৯:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮
- / ৩০ Time View
রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
ডিজিটাল বাংলাদেশের নাগরিক ও অফিস সমূহের সকল কার্যক্রম পরিচালনা করতে বর্তমানে ইন্টারনেট লাইন অপরিহার্জ। আর প্রায় দুই সপ্তাহ ধরে সেই গুরুত্বপূর্ণ ইন্টারনেট লাইন না থাকায় ব্যাহত হচ্ছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসন দপ্তর গুলোর অফিস কার্যক্রম।
স্বরজমিনে গিয়ে জানাগেছে, উপজেলায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ঢাকা, ফরিদপুর সামিট গ্রুপের মাধ্যমে ইন্টারনেট লাইন সংযোগ দিয়েছেন। সেই ইন্টারনেট লাইন না থাকায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি কর্তকতা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন সরকারী দপ্তরে গত ২৫ এপ্রিল থেকে ইন্টারনেট লাইন নাই। নেট সংযোগ না থাকায় দপ্তরগুলোর অনলাইন কার্যক্রমসহ বিভিন্ন দাপ্তরিক কাজ ব্যাবহ হচ্ছে। তবে সম্প্রতি সময়ে বৃষ্টি ও ঝড়ো বাতাসে হয়তো এ সমস্যা হচ্ছে বলে মনে করছেন কর্মকর্তারা। তাছাড়া ইন্টারনেট লাইন চালানোর সুবিধার্থে উপজেলার দপ্তর গুলোতে যে রাউডার গুলো ছিল সেগুলো প্রায় দুই বছর পূর্বে নষ্ট হলেও এখন পর্যন্ত সেগুলো পরির্তন করে নতুন করে দেওয়া হয় নাই।
গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তায়তন কর্মকর্তা সাঈদুর রহমান জানান, তিনি ১ বছর ৩ মাস হলো উপজেলাতে যোগদান করেছেন। যোগদান করার পূর্বে থেকেই রাউডার নষ্ট, এখন পর্যন্ত সেগুলো পরিবর্তন করা হয় নাই।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ সাঈীদ জানান, গত মাসের ২৫ এপ্রিল থেকে ইন্টারনেট লাইন না থাকায় অফিসের কার্যক্রম ব্যহত হচ্ছে। লাইন না থাকায় নামজারীর অনলাইনে আবেদন ও গ্রহন এবং নিষ্পত্তি হচ্ছে না। প্রায় ১০০টির মত আবেদন জমা হয়ে গেছে। লাইন মেরামতের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ফরিদপুর সামিট গ্রুপের সহকারী প্রকৌশলী লিটন কুমার রায়, সামিট গ্রুপ অপটিক্যাল ফাইবার দিয়ে অফিসে শুধু মাত্র (ব্রড ব্যান্ড) লাইন দিয়েছে, ডাটা সরবারাহ না। ডাটা সরবারাহ করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। তারা এ সমস্যা চিহিৃত করে কম্পিউটার কাউন্সিলকে জানিয়েছেন, সমস্যা সমাধানে তারা কাজ করছেন। তবে কবে নাগাদ এ সমস্যা সমাধান হবে তা কম্পিউটার কাউন্সিল জানায় নি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিন জানান, বর্তমান সরকারের সাফল্যে মধ্যে একটি ডিজিটাল বাংলাদেশ, এটি তাদের একটি বড় অর্জন। ইতিমধ্যে ইউনিয়ন ডিজিটাল সেবা পাচ্ছে জনগণ। সম্প্রতি সময়ে বৃষ্টি বিঘিœত দিনে মাঝে মধ্যে উপজেলার দপ্তর গুলোতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে। ইনফো সরকার ২ এর আওতায় এ প্রকল্পটি।
তিনি আরো জানান, অফিসিয়াল কাজে ইন্টারনেট না থাকলে তখন কাজের ব্যাঘাত ঘটে এবং বিভিন্ন দপ্তরে অনলাইন যোগাযোগ ব্যাহত হয়। লাইন না থাকলে কর্তৃপক্ষের সাথে তাৎক্ষনিক যোগাযোগ করলে তখন লাইন পান কিন্তু পরবর্তীতে আবারো লাইনে সমস্যা দেখা দেয়। আগামীতে অপটিক্যাল ফাইবার লাইন ইনফো সরকার ৩ আসলে আর এ সমস্যা থাকবে না বলে তিনি আশাবাদী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়