পাংশায় বীর মুক্তিযোদ্ধা লিয়াকত মন্ডলকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন –
- Update Time : ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮
- / ১১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের উদয়পুর গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী মন্ডল (৬২) গত মঙ্গলবার রাত ৮.১৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি—–রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে, ২কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার ২দফা নামাজে জানাযা শেষে পাংশা পৌর কবর স্থানে তাকে দাফন করা হয়। এর আগে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর পৃথক ২টি চৌকশ দল বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী মন্ডলকে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গার্ড অপ অনার প্রদান করেন। এ সময় সাবেক এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন,মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আব্দুল হাই, পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ,কালুখাালী উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ তোফায়েল আহম্মেদ,পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন যশোর ৫৫ পদাতিক ডিভিশন এর লেফটেন্যান্ট সোহেল আরমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ ওসমান গনী,নূরে আলম ইমরোজ,মোঃ শহিদুল ইসলাম,উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলীসহ মুক্তিযোদ্ধাগন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়