রাজবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন –

- Update Time : ১০:০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮
- / ৫ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ মঙ্গলবার সন্ধায় রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশেক হাসান, প্রফেসর শংকর চন্দ্র সিনহা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা শিল্পকলার সাধারন সম্পাদক অসীম কুমার পাল। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন, গোলাম মোস্তফা চৌধুরী রন্টু। অনুষ্ঠানের শুরুতেই দ্বীপ শিখা প্রজ্বলন করেন আমন্ত্রিত অতিথিরা। শুরুতেই জেলা শিল্পকলার আজীবন সদস্য আব্দুর রাজ্জাক রাজন চৌধুরীর স্মরনে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়