রাজবাড়ীর রেলওয়ে কোয়ার্টার থেকে দখলদারদের উচ্ছেদ করতে হবে-শিক্ষাপ্রতিমন্ত্রী-
- Update Time : ১০:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮
- / ২০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেছেন, রাজবাড়ী রেলের শহর, রেলের অনেক জায়গা রয়েছে। রেলের যে সব কোয়াটার অবৈধ ভাবে দখল রয়েছে, সেসব কোয়াটারকে দখল মুক্ত করতে হবে এবং ওই সব কোয়াটারের তালিকা করতে । সেখানে কতজন সেখানে রেওয়ের কতজন এবং বহিরাগত কতজন থাকে। বহিরাগতদের রেলওয়ের ওই সব কোয়ার্টার থেকে উচ্ছেদ করতে হবে। স্বল্প সময়ের মধ্যে তাদের বিতারিত করা না হলে আগামী ১৮ মে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। রাজবাড়ীতে রেলের ডিভিশন করতে হবে। আর নির্বাচনের আগেই রেলের একটি অডিটরিয়াম করা হবে।
কাজী কেরামত আলী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। উন্নত দেশ গুলো কারিগরি শিক্ষায় অনেক এগিয়ে, যেমন সিংঙ্গাপুরে ৭০ শতাংশ ছেলে-মেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত আর আমাদের দেশে মাত্র ১৪ শতাংশ। তাই আগামী ৩০ সালের মধ্যে দেশের ৩০ শতাংশ ছেলে-মেয়েকে কারিগরি শিক্ষার আওতায় আনা হবে।
আজ সোমবার দুপুরে রেলওয়ে শ্রমিক লীগ রাজবাড়ী জেলা শাখা কার্যালয়ের উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ মোসলেম উদ্দিন ফকির-এর সভাপতিত্বে অনুুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের রাজবাড়ী শাখার সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, রেলওয়ে শ্রমিক লীগ রাজবাড়ী শাখার সাধারন সম্পাদক সারোয়ার আলম, সহ-সভাপতি রওশন আলী, অতিরিক্ত সম্পাদক খলিলুর রহমান, পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার, ইশ্বরদী জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম স্বপন প্রমূখ। এছাড়া চুয়াডাঙ্গা, ভেড়ামারাসহ বিভিন্ন অঞ্চলের রেলওয়ে শ্রমিক লীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রীসহ অতিথিরা রাজবাড়ী রেলওয়ে শ্রমিক লীগ শাখা কার্যালয়ের উদ্বোধন করেন।
শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আরো বলেন, আগামী নির্বাচনে নৌকাকে আবার বিজয়ী করতে হবে। এ জন্য শুধু আওয়ামীলীগকে শক্তিশালী করলে হবে না, সকল সহযোগি অঙ্গ সংগঠনকে শক্তিশালী করতে হবে। আর নের্তৃত্ব দিলে ভাল ভাবে দিতে হবে। শ্রমিক সংগঠন গুলো আগের থেকে অনেক শক্তিশালী । দেশ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি রেলের উন্নয়ন উন্নয়ন হচ্ছে এবং হবে। রাজবাড়ীর পাংশা স্টেশনকে রিমডেলিং করার প্রস্তাব করা হয়েছে, তবে রাজবাড়ী স্টেশনটির কাজ আগে হতে হবে। তানাহলে জনগণকে সাথে নিয়ে ওই কাজ করতে দেওয়া হবে না। এছাড়ী রাজবাড়ী, গোয়ালন্দ ও দৌলতদিয়া স্টেশনের সংষ্কার কাজের জন্য ডিও লেটার দেওয়া হয়েছে এবং স্টেশন গুলোতে সেবার মানও বাড়াতে হবে। রাজবাড়ী থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত নতুন রেল লাইন চালু করা হবে। ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়া ফরিদপুর-ভাটিয়াপাড়া রেল যোগাযোগ পুনরায় চালু করা হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে কৃষকরা সময় মত সার বীজ পাচ্ছেন আর যার কারণে এখন ফসলও ভাল হচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে অনেক দমন পিরন চালিয়েছে। কিন্তু তার নির্বাচনী এলাকায় তিনি কখনো এমন কাজ করেন নাই। সবার ভালবাসা নিয়ে আছি এবং থাকবো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়