দৌলতদিয়ার পোড়াভিটায় অভিযান, ১৪ মাদকসেবীর ৬ মাস করে কারাদন্ড –
- Update Time : ০৯:৫৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮
- / ৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পোড়াভিটা এলাকা থেকে ১৪ জন মাদকসেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
গতকাল সোমবার বিকালে র্যাবের অভিযানে এসব মাকদসেবীদের প্রথমে গ্রেফতার করে র্যাব। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেফতার কৃতদের দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়লন্দ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল সাদিদ।
দন্ডপ্রাপ্তরা হলো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার লুৎফর মিয়া (৩৫), সদর উপজেলার রিপন (২৭), রুবেল মিয়া (২৬), রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার শাহীন মোল্লা (৩২), রাজবাড়ী সদর উপজেলার নিমতলা গ্রামের আলমগীর হোসেন (২৮), আলমগীর বিশ্বাস (২৬), নবগ্রামের শাহীন (২৫), চর লক্ষীপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫০), গোয়ালন্দ উপজেলার আনছার শেখ (৩৫), লিটন (২৬), হেদায়েত কাজী (২০), বালিয়াকান্দি উপজেলার বিল্লাল খান (১৯), ফরিদপুরের খাবাসপুরের সুমন শেখ (৩৮), ঢাকা জেলার ধামরাই উপজেলার ইউছুফ মিয়া (৩০)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইচ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকসহ ওই ১৪ জনকে গ্রেফতার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়