রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গণিত ও বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত –

- Update Time : ০৯:৫০:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮
- / ৩০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে গনিত ও বিজ্ঞান উৎসবের অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিজ্ঞানের ক্লাস নিয়ে বিজ্ঞানের বিভিন্ন বিষয় শেখালেন রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) মোঃ শওকত আলী।
সোমবার সকাল ১০টার দিকে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের অডিটরিয়ামে এ গনিত ও বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়।
এতে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান, রাজবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান আলী প্রমূখ।
উৎসবে জেলা প্রশাসক দীর্ঘ সময় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন এবং সেগুলোর সমাধান হিসেবে হোয়াইট বোর্ডে লিখে বুঝিয়ে দেন। গনিত ও বিজ্ঞান উৎসবে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রদর্শন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়