রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় সেরা ॥ দ্বিতীয় স্থানে সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়-

- Update Time : ০৯:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
- / ২০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। রবিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে রাজবাড়ীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে ফলাফল তুলে দেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। এবারের ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় জেলার সেরা অবস্থানে রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকার জানান, এবারের এসএসসি পরীক্ষায় তার বিদ্যালয় থেকে ২৭৭ জন ছাত্র অংশ গ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ২৩৯ জন, ফেল করেছে ৩৮ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন।
অপরদিকে, জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে জেলার দ্বিতীয় স্থানে রয়েছে রাজবাড়ী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনসান আলী জানান, এবারের এসএসসি পরীক্ষায় তার বিদ্যালয় থেকে ৩০২ জন ছাত্রী অংশ গ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ২৬৬ জন, ফেল করেছে ৩৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩১ জন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়