রাজবাড়ীতে শিক্ষক ও স্বাস্থ্য পরিদর্শকদের পাঁচ দিনব্যাপি প্রশিক্ষণ –
- Update Time : ০৯:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
- / ১১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) দীর্ঘদিন যাবত সমাজের অসহায়, দুঃস্থ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাচেছ। এই কর্মপ্রক্রিয়ায় বিভিন্ন সহায়ক ও দাতা সংস্থার সাথে অত্যন্ত সুনামের সাথে উন্য়ন কার্যক্রম অব্যাহত রেখেছে।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন- পিকেএসএফ এর আর্থিক ও কারিগরী সহায়তায় কেকেএস খানখানাপুর ইউনিয়নে স্বাস্থ-পুষ্টি, শিক্ষা, সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন কাজ করে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ২৫ টি শিক্ষা সহায়তা কেন্দ্রে বৈকালিক পাঠদান প্রক্রিয়ার মাধ্যমে সরকারী প্রাথমিক বিদ্যালয় সমুহের ঝড়ে পড়া রোধ ও সরকারের সবার জন্য শিক্ষা কার্যক্রমকে বেগবান করতে সহায়ক ভুমিকা পালন করছে। এই প্রক্রিয়ায় ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান বৃদ্ধি ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে খানখানাপুর ইউনিয়নের মাঠ পর্যায়ে নিয়োজিত ২৫ জন শিক্ষকদের “বিষয়ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ” এবং স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমে নিয়োজিত ১২ জন স্বাস্থ্য পরিদর্শকদের “স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ” এর আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ অদ্য ৬ মে থেকে ১০ মে ২০১৮ইং পর্যন্ত চলবে। প্রশিক্ষনে সংস্থার নিজস্ব লোকবল ছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অধিন রিসোর্স সেন্টারের মাষ্টার ট্রেইনার ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করা হবে। এই প্রশিক্ষন কার্যক্রমটির শুভ উদ্বোধন ঘোষনা করেন কেকেএস এর সম্মানিত নির্বাহী পরিচালক মহোদয় জনাব ফকীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানখানাপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল করিম। প্রশিক্ষণ কার্যক্রমটির নির্দেশনায় ছিলেন কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সমন্বয় সাধন করছেন সমৃদ্ধি কর্মসূচি খানখানাপুর ইউনিয়নের সমন্বয়কারী মোঃ মোজাফ্ফর হোসেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়