দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের শিশু সাথী উদ্ধার –
- Update Time : ০৮:৫৬:১২ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
- / ১২ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে শনিবার দিনগত রাতে সাথী আক্তার (৮) নামের এক কন্যা শিশুকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে মানিকগঞ্জ জেলার রূপসা ইউনিয়নের দড়িকয়রা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।
গোয়ালন্দ ঘাট থানর সেকেন্ড অফিসার এসআই সোমনাথ বসু জানান, শানবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ঘাট ট্রাক টর্মিনাল এলাকায় শিশু সাথী এলোমেলো ভাবে ঘোরাঘুড়ি করছিল। স্থানীয়দের সন্দেহ হলে ওইখানে দায়িত্বরত টহল পুলিশকে জানায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেলে সাথী জানায়, ‘নানা বাড়ি বেড়ানোর কথা বলে অজ্ঞাত এক ব্যাক্তি তাকে এখানে নিয়ে এসেছেন। কিন্তু এখন তাকে পাচ্ছি না।’ এসময় পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অজ্ঞাত কোন পাচারকারী দৌলতদিয়া যৌনপল্লী অথবা অন্য কোথাও সাথীকে বিক্রির জন্য নিয়ে এসেছিল। দৌলতদিয়া ঘাট এলাকায় পুলিশের একাধিক টিম টহলরত থাকায় বিপদ আঁচ করতে পেরে সাথীকে রেখে ওই পাচারকারী হয়তো পালিয়ে যেতে পারে।
দৌলতদিয়ায় শিশু অধিকার নিয়ে কাজ করা এনজিও মুক্তি মহিলা সমিতির কর্মকর্তা আতাউর রহমান মঞ্জু জানান, ইতিমধ্যে শিশুটির পরিবারকে খবর পাঠানো হয়েছে। তারা সাথীকে নিতে রওনা হয়েছেন। তারা আসলে সাথীকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়