বালিয়াকান্দিতে স্কুল ছাত্রীকে মারপিটের পর রক্তাক্ত জখম করলো বখাটে –
- Update Time : ০৯:২৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮
- / ২৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বখাটের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে দশম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে মারপিটের পর ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। সেই সাথে মারটি ও জখম করার সেই দৃশ্য মোবাইল ফোনে ধারনও করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও গ্রেপ্তার হয়নি রখাটেরা।
ওই ছাত্রী জানায়, প্রায় দেড় বছর ধরে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাবুলতলা জালাল সেখের ছেলে তারেক সেখ (১৮) তাকে প্রেমের প্রস্তাব দেয়াসহ বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছে। তারেক কম্পিউটারে অশ্লিল ছবির সাথে তার মুখের ছবি কেটে লাগিয়েও তাকে ফাঁদে ফেলার চেষ্টা চালিয়েছে। তবে সে সাহসীকতার সাথে ওই ঘটনার পাত্তা না দেয়ায় ভিন্নি পথ অবলম্বন করতে শুরু করে তারেক। ১৫ দিন আগে তাকে একটি চড়ও মারে তারেক তাকে। যে কারণে সে ঘটনাটি তার মাকে বলে। এতে আরো ক্ষিপ্ত হয় তারেক। সে তার চরম ক্ষতি করতে উঠে পরে লাগে। এর অংশ হিসেবে গত রবিবার স্কুলে থেকে দুই বান্ধবীর সাথে বাড়ী ফেরছিল সে। পথের মাঝে হঠাৎ করেই তারেক এবং তার সহযোগি ও বালিয়াকান্দি ইউনিয়নের ইকোরচর গ্রামের তজুমদ্দিন সেখের ছেলে উজ্জল সেখকে সাথে নিয়ে তার গতিরোধ করে। সেই সাথে তাকে মারপিট করে মাটিতে ফেলে গায়ে থাকা বোরখার নেকাফ টেনে খুলে ধারালো অস্ত্রদিয়ে মুখে আঘাত করার চেষ্টা চালায়। সে হাত দিয়ে তা প্রতিহত করে। এতে তার বাম হাত রক্তাক্ত জখম হয়। আর ওই দৃশ্য সে সময় মোবাইল ফোনে ভিডিও করে উজ্জল। তার ও সহপাঠিদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারেক ও উজ্জল পালিয়ে যায়। গুরুতর অবস্থায় ওই তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার হাতের ক্ষতের স্থানে সাতটি সেলাই প্রদান করে।
ওই ছাত্রীর বাবা বলেন, দীর্ঘ দিন ধরে তারেক তার মেয়েকে উক্ত্যক্ত করছে। তবে লোক লজ্জার ভয়ে বিষয়টি নিয়ে তারা খুব একটা ভাবেন নি বরং মেয়েকে উল্টা বকেছেন। অথচ তাদের সরলতার সুযোগে তারেক তার মেয়ের সর্বচ্চ ক্ষতির চেষ্টা চালিয়ে।
ওই ছাত্রীর মা বলেন, তার মেয়ে অত্যান্ত মেধাবী ছাত্রী। অপর দিকে তারেকের কাজ সারাদিন বখাটেপনা করা। তারেক তার মেয়েকে মারপিট এবং রক্তাক্ত জখমও করেছে। তিনি তারেক ও উজ্জলকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, ওই ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে তারেক ও উজ্জলকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। তারেক ও উজ্জলকে গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়