রাজবাড়ীতে পদ্মার ভাঙ্গন রুখতে এলাকাবাসীর মানববন্ধন –
- Update Time : ০৯:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮
- / ১১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের বিত্তৃর্ণ এলাকায় নদী ভাঙ্গণের কারণে রাজবাড়ী রক্ষা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকীর সম্মুখিন হয়ে পরেছে। এতে এলাকাবাসীর মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। যে কারণে ওই নদী ভাঙ্গন থেকে বাঁচতে তারা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
রাজবাড়ী বেড়িবাঁধ রক্ষা আনোদালন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ওই ইউনিয়নের উড়াকান্দা বাজার এলাকায় গত বুধবার বিকালে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। চলাকালে ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম, সাবেক চেয়ারম্যান কাজী সামসুদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ ফরিদ, স্থানীয় বাসিন্দা আরজাদ হোসেন আরজু, আইয়ুব আলী সেখ, মিরাজ হোসেন গাজী, রুহুল আমিন গাজী বিপ্লব প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, বিগত কয়েক বছরের নদী ভাঙ্গণের ভলে বরাট ইউনিয়নের মানচিত্রই বদলে গেছে। বিগত বছর যে ভাবে নদী ভেঙ্গেছে, তাতে আর একটু ভাঙ্গণ হলেই বেশ কয়েক স্থানে রাজবাড়ী শহর বেড়ি বাঁধ ধ্বসে পানি প্রবেশ করবে এবং ব্যাপক ক্ষয়-ক্ষতির হবে স্থানীয়রা। এ মতাবস্তায় সরকারী ৩৪২ কোটি টাকা বরাদ্দ করেছে ওই বাঁধ রক্ষার কাজের জন্য। তবে এখনো শুরু করা হয়নি সে কািজ । ফলে সাধারণ মানুষের মধ্যে ভাঙ্গণ আতংক বিরাজ করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়