বসেইতো আছি, তাই একটু কাজ করলাম- রাজবাড়ীর ডিসি-
- Update Time : ০৯:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮
- / ১১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
একেতো সরকারী ছুটির দিন, তার উপর দুর্যোগপূর্ণ আবহাওয়া। এই অবস্থায় চাকুরীজীবিদের বেশিরভাগই ছিলেন গতকাল বুধবার বিশ্রামে। তবে ব্যতিক্রম ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী। অধিক চাপের কাছেও মাথানত না করা এ মানুষটির অবিরম ছুটে চলা বন্ধ হয়নি। কর্তব্য ও বিবেকের তারনায় বেড়িয়েছেন তিনি ঘর থেকে, ছুটে গিয়েছেন তিনি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্ধ হয়ে যাওয়া দৌলতদিয়া ঘাটে এবং গোয়ালনন্দের বিভিন্ন এলাকায় চলমান গ্রামীণ উন্নয়ন প্রকল্প তদারকির কাজে।
এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আবু নাছার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল সাদীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তারা।
একেতো সরকারী ছুটির দিন, তার উপর দুর্যোগপূর্ণ আবহাওয়া এই অবস্থায় কেন এই ছুটে চলা, এমন প্রশ্নে জবাবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বসেইতো আছি, তাই একটু কাজ করলাম। তাছাড়া টিআর, কাবিটা-এর কাজ গুলোর শতভাগ দায়দায়িত্ব জেলা প্রশাসকের। বিগত বছরও তিনি ওইসব প্রকল্প পরিদর্শন করেছেন। তার ধারাবাহিতকায় এবারও সে সব কাজ পরিদর্শন করছেন। ইতোমধ্যে রাজবাড়ী সদর. কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় চলমান প্রথম ধাপের কাজ গুলো তিনি পরিদর্শন করেছেন। আগামীতে বালিয়কান্দি ও পাংশা উপজেলা এলাকার কাজ গুলো তিনি পরিদর্শন করবেন। তিনি আরো বলেন, নিজে গিয়ে কাজ দেখলে, মনে একটা তৃপ্তি থাকে। যে কারণে ছুটির দিন গুলোতে তিনি ওই সব কাজ পরিদর্শন করে থাকেন। কারণ অন্যান্য দিনে একের পর এক প্রোগ্রাম থাকায় তার ওই সব কাজ আর পরিদর্শন করা সম্ভব হয়ে ওঠে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়