রাজবাড়ীতে রেলওয়ে কর্মচারীদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত –
- Update Time : ০৯:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
- / ১১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চলন্ত ট্রেনে দূর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে ট্রাফিক ইন্সপেক্টর শিকদার বায়োজিদ আহত হবার ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীতে প্রতিবাদ মিছিল করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগের উদ্যোগে ওই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। রাজবাড়ী রেলষ্টেশনে অনুষ্ঠিত ওই মিছিলে ষ্টেশন মাষ্টার কামরুজ্জামান, রেলওয়ে থানার ওসি সলেমান হোসেন, লোক ফোরম্যান আব্দুল খালেক মন্ডল, জুনিয়র ট্রাফিক ইন্সেপেক্টর শামিম আহম্মেদসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। তারা পাথর নিক্ষেপকারী দূর্বৃত্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবী জানান। সেই সাথে যাত্রী ও রেলওয়ে কর্মচারীদের নিরাপদ রাখতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানান।
উল্লেখ্য, গত ৩০ মার্চ বেনাপোল থেকে খুলনা গামী চলন্ত রেল ট্রেনে অজ্ঞাত দূর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। ওই পাসান্ত্রাসীদের ছোড়া পাথরে ট্রাফিক ইন্সপেক্টর শিকদার বায়োজিদকে আহত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়