বালিয়াকান্দিতে স্কুল নির্বাচনকে কেন্দ্র করে ৪ শিক্ষককে মারপিট –
- Update Time : ০৫:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮
- / ১৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারা-নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয়ে সোমবার বিকালে কো-অপ্ট সদস্য নির্বাচনে পরাজিত প্রার্থীর হামলায় ৪ শিক্ষক আহত হয়েছে। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াকান্দি ইউনিয়নের শালমারা-নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে বিকালে মারপিটের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরেই শালমারা-নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দু,টি গ্রুপে বিভক্ত হয়েছে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি ও শালমারা-নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার পাল জানান, রবিবার সকালে স্কুলের কো-অফপ্ট সদস্য পদে নির্বাচন হয়। নির্বাচনে ২জন প্রার্থী সোহেল মোল্যা ও ইমদাদুল হক ফকির বুলু অংশগ্রহন করেন। ১০ ভোটের মধ্যে ইমদাদুল হক বুলু ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সোহেল মোল্যা পান ৪ ভোট। পরাজিত হয়ে সোহেল মোল্যা ক্ষিপ্ত হয়ে ওঠে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় বন্ধ করে পায়ে হেটে বাড়ী ফেরার পথে স্কুল মাঠে হঠাৎ করেই সোহেল মোল্যার নেতৃত্বে মনিরুল, আলতাব, জুয়েল, আসাদ এসে আর্তকিত ভাবে প্রধান শিক্ষক রনজিৎ কুমার পাল, শিক্ষক রাশেদুল ইসলাম, শিক্ষক মমতাজ বেগম, শিক্ষক হেলাল উদ্দিনকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি, লাথি, জুতা পেটা করতে থাকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে। এব্যাপারে প্রধান শিক্ষক রনজিৎ কুমার পাল বাদী হয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
পরাজিত প্রার্থী সোহেল মোল্যা জানান, শিক্ষক রাশেদ যাওয়ার সময় স্থানীয় কিছু যুবক বিরুপ মন্তব্য করায় তাদেরকে ধমক দেওয়ার কারণে তাদের সাথে ধাক্কা ধাক্কা হয়েছে। এখন আমাকে জড়িয়ে কুৎসা রটানো হচ্ছে।
বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এ,এস,আই সাইফুল ইসলাম ৪ শিক্ষককে মারপিটের বিষয়ে অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়