রাজবাড়ীতে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত –

- Update Time : ১০:০২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮
- / ৪ Time View
লিটন চক্রবর্তী/ কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ রবিবার দুপুরে “জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম পিপিএম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক তোজাম্মেল হক। এতে প্রধান আলোচন ছিলেন, ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোস্তফা সিরাজুল কবির। সম্মেলনে জেলার ৫টি উপজেলার ২০ জন করে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম অংশ গ্রহণ করেন। পরে আগতদের মধ্যে থেকে তিন জন ইমামকে বিভাগীয় পর্যায়ের জন্য মনোনিত করা হয় এবং তাদের সদনপত্র প্রদান করা হয়। সদনপত্র প্রাপ্তরা হলেন, প্রথমস্থান অধিকার করা জেলার পাংশা যশাই পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মোঃ মনিরুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন পাংশার শাওরাইল ইউনিয়নের বিকয়ার কাউখোলা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম নুরুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন, জেলা শহরের শ্রীপুর সদর উপজেলা জামে মসজিদের ইমাম মোঃ আবু সাইদ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়