কালুখালীতে গণিত অলিমম্পিয়াড অনুষ্ঠিত –

- Update Time : ০৯:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮
- / ২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“সমস্যায় ভাবনা যত, গনিত নিয়ে ভাবো তত” এই স্লোগানে কালুখালি সায়েন্স ক্লাবের আয়োজনে শনিবার দিন ব্যাপি কালুখালিতে গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
কালুখালি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলার ৮ টি বিদ্যালয়ের ১৫শ শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ৫ টি গ্রুপে এই প্রতিযোগিতায় অংশ নেয়। দিন ব্যাপি প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাঁচটি গ্রুপের ১৫ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিরণের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, অতিরিক্ত সচিব রাম চন্দ্র দাস। কালখালি সায়েন্স ক্লাবের আহবায়ক সহকারি পুলিশ সুপার (সুপারিশ প্রাপ্ত),৩৬ তম বিসিএস রাজন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কালুখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তোফায়েল আহম্মেদ, কালুখালি কলেজের অধ্যক্ষ একেএম জয়নাল আবেদিন, কালুখালি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কাজী এজাজ কায়সার। আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়