পাংশায় এইচএসসি ভকেশনার পরীক্ষায় ৫ শিক্ষক ও ২ ছাত্র বহিস্কার –
- Update Time : ০৯:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
- / ১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় এইচএসসি ভকেশনাল পরীক্ষার দুইটি কেন্দ্রে অসদুপায় অবলম্বন এবং সহায়তা প্রদানের অভিযোগে ৫ জন শিক্ষক ও ২ জন ছাত্রকে বহিস্কার করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ড.কাজী মোতাহার হোসেন কলেজ এবং আইডিয়াল মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি ভকেশনালের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্র দু’টি পরিদর্শন কালে তিনিসহ অন্যান্য নির্বাহী ম্যাজিষ্টেটরা দেখতেপান নকলের ছড়াছড়ি। ছাত্ররা কেন্দ্রে থাকা শিক্ষকদের সহযোগিতায় ইচ্ছামত করছিলেন অসদুপায় অবলম্বন। ড. কাজী মোতাহার হোসেন কলেজ কেন্দ্র থেকে এক জন ছাত্র ও ৩ জন শিক্ষক এবং আইডিয়াল মহিলা কলেজ কেন্দ্র থেকে এক জন পরীক্ষার্থী ও দুই জন শিক্ষককে বহিস্কার করা হয়।
বহিস্কৃতদের মধ্যে রয়েছেন, হাবাসপুর ড. কাজী মোতাহার হোসেন ডিগ্রী কলেজের পরীক্ষার্থী রহিম শিকদার ও কসবা মাজাইল আলহাজ্ব আমজাদ হোসেন মহাবিদ্যালয়ের পরীক্ষার্থী হারুন অর রশিদ। দায়িত্ব অবহেলার দায়ে কালুখালী ডিগ্রি কলেজের মো. নাসির উদ্দিন ও কলিমহর জহুরুন্নেচ্ছা স্কুল এন্ড কলেজের মহিলা অধ্যক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়