রাজবাড়ীতে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ –
- Update Time : ০৭:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
- / ১৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ এবং অপর এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই সব অভিযোগে রাজবাড়ী সদর থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।
রাজবাড়ী থানায় দায়ের করা মামলার বাদী জানান, তার মেয়ে (২০) এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। তার মেয়েকে কলেজে যাওয়া আসার পথে জেলার পাংশা পৌরসভার পার নারায়নপুর গ্রামের আকরামুল হকের ছেলে মাহমুদুল হক (২৭) বিরক্ত করতো। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের অংশ হিসেবে তার মেয়েকে বিয়ের প্রস্তব দেয় মাহমুদুল। আর প্রস্তাবের অংশ হিসেবে সে তার মেয়েকে বিভিন্ন সময় নানা স্থনে নিয়ে ধর্ষণ করে। তবে পরবর্তীতে তার মেয়ে বিয়ের কথা বলতেই মাহমুদুল তাল বাহানা শুরু করে। এরই মাঝে গত বুধবার মাহমুদুল তার মেয়েকে বিয়ের কথা বলে রাজবাড়ী সদর উপজেলার এক আতœীয়ের বাড়ীতে নিয়ে যায়। সেখানে নেবার পর ওই দিন রাতে সে তার মেয়েকে জোরপূর্বক ফের ধর্ষণ করতে থাকে। ওই সময় স্থানীয়রা হাতেনাতে মাহমুদুলকে আটক করে। অবস্থা বেগতিক দেখে মাহমুদুল বিষয়টি স্থানীয় ভাবে আপোষ-নিষ্পত্তির কথা বলে। তবে ঘটনার মিমাংশ না হওয়ায় তিনি রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন এবং মাহমুদুলকে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মামুন অর রশিদ জানান, তদন্তের শুরুতেই ঘটনার সত্যতা পেয়েছেন। যে কারণে ওই মামলার আসামি হিসেবে মাহমুদুলকে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে রাজবাড়ী সদর হাসপাতালে ওই মেয়ের ডাক্তারী পরীক্ষা এবং আদালতে জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়