পাংশায় ধর্ষণকারীর অত্যাচারে ৩টি পরীক্ষায় অংশ নিতে পারলোনা এসএসসি পরীক্ষার্থী-
- Update Time : ০৮:৪৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
- / ২২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় ধর্ষণকারীর অত্যাচারে তিনটি পরীক্ষায় অংশ নিতে পারেনি এক জন এসএসসি পরীক্ষার্থী (১৫)। এ ঘটনার পর গতকাল বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর বাবা বাদী জেলার পাংশা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের রওশন কাজী ওরফে রওশন কশাইয়ের ছেলে রুবেল কাজী (২০) কে আসামি করা হয়েছে।
স্টুডিও ব্যবসায়ী রুবেলকে পুলিশ গ্রেপ্তার করার পাশাপাশি তার কাছ থেকে ওই ছাত্রীকে পৃথক ভাবে আট বার ধর্ষনকরার ভিডিও চিত্র, মোবাইল স্যামফোনি ভি-৪৬, মোবাইল মোমোরিকার্ড ও সিম নং ০১৯৬৯-৮৮৮৪৮১ ও ০১৭১৯-৩৬১৭৯৬ এবং তার স্টুডিওতে থাকা ১টি ডেস্কটপ-কম্পিউটার জব্দ করা হয়েছে।
পাংশার কসবামাজাইল পুলিশ ক্যাম্পের এস.আই রঞ্জন বিশ্বাস জানান, ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে রুবেল গাজী ২০১৭ সালের ৭ আগষ্ট থেকে শুরু করে একই বছরের ১৯ অক্টেবর পর্যন্ত বিভিন্ন সময় ও বিভিন্ন স্থানে নিয়ে বহুবার ধর্ষণ করে। ওই সব ধর্ষণের পৃথক আট বারের দৃশ্য রুবেল গোপনে ভিডিও করে। প্রথম বারের ধর্ষণের ভিডিও দেখিয়ে ফাঁদে ফেলে পরবর্তী ধর্ষণ গুলো করে রুবেল। বিগত এসএসসি পরীক্ষার সময় ওই ছাত্রীকে ফের ধর্ষণের তৎপড়তায় মেতে ওঠে রুবেল। বিষয়টি চরম মত্রায় পৌছানোর পর ওই ছাত্রী তা পরিবারের সদস্যদের অবহিত করে। তারপরও থামেনি রুবেল। ফলে এসএসসি’র শেষ তিনটি পরীক্ষায় আর অংশ গ্রহণ করতে পারেনি ওই ছাত্রী। আর রুবেলের ওই অত্যাচার থেকে বাঁচতে তার কাছে আকুতি জানান মেয়েটির বাবা। তিনি বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করেন এবং কৌশলে রুবেলের স্টুডিওতে গিয়ে তার মোবাইল ফোন থেকে ওই সব ভিডিও চিত্র, মেমোরিকার্ড, মোবাইল ফোন ও কম্পিউচার জব্দ করেন। সেই সাথে রুবেল কে গ্রেপ্তার করেন। মেয়েটির বাবার দায়ের করা মামলায় গতকালই রুবেলকে আদালতে পাঠানো হয়েছে।
মেয়েটির বাবা’র দাবী, প্রতারক ও ধর্ষনকারী রুবেলর যেন দৃষ্টান্তমূল শাস্তি হয়। সে যে আর কোন মেয়ের জীবন নষ্ট করতে না পারে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়