রাজবাড়ীতে বসুন্ধরা খাতা কালের কণ্ঠ জাতীয় স্কুল বির্তক প্রতিযোগিতা উদ্বোধন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী –
- Update Time : ১০:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
- / ১৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বসুন্ধরা খাতা কালের কণ্ঠ জাতীয় স্কুল বির্তক প্রতিযোগিতা ২০১৮ এর জেলা পর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অংশ গ্রহণকারী দলগুলোর মধ্যে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে এ স্কুল বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক ভাবে ওই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
দৈনিক কালের কণ্ঠের এ উদ্যোগ সাদুবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তৃতা শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে কালের কণ্ঠের এই আয়োজন বিশেষ ভুমিকা রাখবে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি মুক্তজ্ঞান চর্চায় আগ্রহি হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মনযোগ দিয়ে পড়াশুনা করবে, পড়াশুনা ছাড়া মেধার উন্নয়ন সম্ভব না। আর বিতর্ক অনুষ্ঠানের মাধ্যমের মেধা যাচাই হয়। এ বিতর্কের মাধ্যমে তোমরা একদিন অনেক বড় হবে এবং ভাল ভাল স্থানে কথা বলা ও কাজ করার সুযোগ পাবে।
তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়নকে তরান্নীত করা সম্ভব। চীন, জাপান, ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে কারিগরি শিক্ষার মাধ্যমে এগিয়ে গেছে। তাই আমরা আমাদের দেশে প্রথম পর্যায়ে সরকারী স্কুল গুলোতে কারিগরি শিক্ষার ট্রেড চালু করা হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার তোমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য বছরের প্রথম দিন বই দিচ্ছে এবং তোমাদের দিচ্ছে শিক্ষা উপবৃত্তি। তাই আগামীতে এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। তাই তোমরা তোমাদের বাবা-মা সহ পরিবারের সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে বলবে।
দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি সরোয়ার মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল। সঞ্চলনায় ছিলেন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন।
ওই বিদ্যালয়ের চারটি কক্ষে সনাতন পদ্ধতীতে “শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভূমিকাই মূখ্য” বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় প্রথম পর্বের প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়, অংকুর স্কুল এন্ড কলেজ, আরএসকে ইনস্টিটিউশন, ইয়াছিন উচ্চ বিদ্যালয়, কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে। পরবর্ততে “ট্রাফিক আইনের যথাযথ ব্যবহারই পারে সড়ক দূর্ঘটনা কমাতে” বিষয় ও বিজয়ী চারটি দল নিয়ে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, ইয়াছিন উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে। সব শেষে “তথ্যপ্রযুক্তি নয়, কৃষিভিত্তিক শিল্প ব্যবস্থার উন্নয়নই আমাদের বেশি প্রয়োজন” বিষয় ও বিজয়ী দুইটি দল নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল প্রতিযোগিতা। ফাইনালে নিয়ে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে এবং চ্যাপিম্পয়ন হবার গৌরব অর্জন করে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় দল। সেরা বিতার্কিক নির্বাচিত হন রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা সাম্য মন্ডল কথা।
বিকালে একই মিলনায়তনে অংশ গ্রহণকারী ৮টি স্কুলের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট, শিক্ষার্থীদের হাতে সনদপত্র, টিশার্ট ও মধ্যন্যভোজের প্যাকেট, সেই সাথে অংশ গ্রহণকারীসহ আগত অতিথি ও অন্যান্য শিক্ষার্থীদের মাঝে বসুন্ধারা পেপার মিলের পক্ষ থেকে একটি করে খাতা তুলে দেয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী তুলে দেন এবং বক্তৃতা করেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকারী, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা খানম। বক্তৃতা করেন, মডারেটর শম্পা প্রমানিক, শুভসংঘের সদস্য হাফিজুর রহমান। এ প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিলো, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের একঝাক তরুন সদস্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শুভসংঘের প্রধান উপদেষ্টা রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আক্তার হোসেন, রাজবাড়ী থানার ওসি তারিক কামাল, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম, রাজবাড়ী বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক আসিফ মাহমুদ, বসুন্ধারা পেপার মিলস লিঃ সেলস্ এসিটেন্ট মোঃ ফরিদ সেখ, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সহ-সভাপতি ফারুক উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়