রাজবাড়ী জেলা কারাগার থেকে ভুয়া চালানের ব্যবহৃত মালামাল নেবার চেষ্টা –

- Update Time : ০৯:২৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
- / ২৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা কারাগার থেকে ভুয়া চালানের অব্যবহৃত মালামাল নেবার চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর গ্রামের মৃত হাসমত আলী শেখের ছেলে আব্দুল মুন্নাফ সেখ (৫০) ও তার ভাই সুজন সেখ (২৬) এবং বাণিবহ ইউনিয়নের বসুপাড়া গ্রামের আলিম মোল্লার ছেলে আলহাজ¦ মোল্লা (১৪)।
এ মামলার বাদী হয়েছেন, রাজবাড়ী জেলা কারাগারের কারারক্ষি জাহিদুল ইসলাম। মামলার বাদী জানান, গত ২০ এপ্রিল দুপুরে তিনি কারা ফটকে ডিউটি করছিলেন। সে সময় ওই তিন আসামি আসে এবং জেল সুপার নুর মোহাম্মদ মোল্লার স্বাক্ষরিত জেলা খানার অব্যবহৃত মালামাল বিক্রায় রশিদের চালান ২টা, ষ্টোর ইনচার্জের লেখো সিল ১টি প্রদান করে। এতে বোঝা যায় জেলখানার অব্যবহৃত মালামাল বিক্রয় করা হয়েছে। তবে ওই চালান দেখার পর তার সন্দেহ হয় । তিনি বিষয়টি উদ্ধর্তন কর্মকর্তাদের অবহিত করেন এবং সে সময়ই ভুয়া চালানের বিষয়টি ধরা পরে। ফলে ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়