রাজবাড়ীতে ১১১৮ জনের মাঝে ভাতা বই বিতরণ করলেন শিক্ষা প্রতিমন্ত্রী –
- Update Time : ১০:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
- / ১৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার সমাজসেবা অধিদপ্তরাধীন ১১১৮ জনের মাঝে ২০১৭-১৮ অর্থ বছরের অতিরিক্ত বরাদ্দকৃত বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ভাতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ভাতা বই বিতরণ করা হয়েছে।
এতে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এমএ খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি।
ভাতা বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বি,এম আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শানজিদা শাহনাজ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, বানিবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা বাচ্চু প্রমূখ।
এছাড়া সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এতে উপস্থিত ছিলেন।
এ সময় ৭৩৫ জনকে বয়স্ক ভাতা বই, ২১৯ জনকে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বই, ১৪১ জনকে বিধাব ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ্য মহিলা ভাতা বই, ১১ জনকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বই ( প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক), ৬ জনকে বিশেষ ভাতা বই ও ৬ জনকে বিশেষ ভাতা শিক্ষা বই ( প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর) বিতরণ করেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়