২৪ দিনে ৩৯২ রোগী, রাজবাড়ীতে মহামারি আকার ধারন করছে ডায়রিয়া –

- Update Time : ০৯:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
- / ১৪ Time View
রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ডায়রিয়ায় মহামারি আকার ধারণ করেছে। চলতি মাসে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি থেকে চিকিৎসা সেবা নিয়েছে ৩৯২ জন রোগী। গত চার দিনে এখানে ভর্তি হয়েছে এক শত জনের উপরে রোগী। এর মধ্যে গত ১২ ঘন্টায় (গত সোমবার রাত ও মঙ্গলবার দুপুর পর্যন্ত) ভর্তি হয়েছে ৩২ জন রোগী। ফলে ঔষধ ও শয্যাসহ নানা সমস্যায় জর্জরিত হয়ে পরেছে সদর হাসপাতাল।
গতকাল মঙ্গলবার দুপুরে সরজমিনে ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া রোগীর উপছে পড়া ভির। ডায়রিয়া ওয়ার্ডে নেই কোন জায়গা। শয্যা ও ফ্লোর রোগীতে ভরপুর। সেখানে রোগী ও তার স্বজন এবং চিকিৎসক ও নার্সদের হাটা চলাই হচ্ছে দায়।
সেখানে অবস্থান করা রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, ভর্তির পর হাসপাতাল থেকে তাদের শুধুমাত্র খাবার স্যালাইন ছাড়া অন্য কোন ওষুধ দেওয়া হচ্ছে না। প্রয়োজনীয় সব ধরনের ঔষধ তাদের বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। তাছাড়া বাথ রুম, অপরিচ্ছন্ন ফ্লোর এবং হাসপাতালের ময়লা আবর্জনা আরো অসুস্থ করে দিচ্ছেন রোগী ও রোগীর স্বজনদের। তারা নিজেরাই থাকার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করাসহ ও স্প্রে করে দূর্গন্ধ মুক্ত থাকার চেষ্টা করছেন।
ওই হাসপাতাল ডায়রিয়া ওয়ার্ড সুত্রে জানা গেছে, চলতি (এপ্রিল) মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩৯২ জন রোগী ভর্তি হয়েছে এবং গত ৪ দিনে ভর্তি হয়েছে ১শত জনেরও বেশি ডায়রিয়া রোগী এবং ১২ ঘন্টায় রাত ১২ টা থেকে ভর্তি হয়েছে ৩২ জন। ডায়রিয়া ওয়ার্ডের ৮টি বেডের বিপরীতে বর্তমানে ভর্তি আছে ৫২ জন। এর মধ্যে শিশুর সংখ্য কম থাকলেও, বৃদ্ধ ও মহিলা রোগীর সংখ্যাই বেশি।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আলী আহসান জানান, রাজবাড়ীতে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে শিশু, বৃদ্ধ ও মহিলা রোগীর সংখ্যা বেশি। ডায়রিয়া ওয়ার্ডের বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় রোগীদের আন্তঃবিভাগের বারান্দাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস বলেন, হঠাৎ করে ডায়রিয়া রোগীর চাপ বেড়ে যাওয়ায় ডায়রিয়া রোগের ওষুধ পর্যাপ্ত না থাকায় সেবা কার্যক্রম ব্যবহত হচ্ছে। এ বিষয়ে তারা উর্ধতন কর্তৃপক্ষেকে অবহিত করেছেন। এর কারন হিসেবে পচা বাসি খাবার ও অপরিচ্ছন্নতার কথা বলেন। আশা করছেন দ্রুত তারা ডায়রিয়া রোগের ওষুধ পাবেন এবং যথাযথ ভাবে রোগীদের চিকিৎসা সেবা দিতে পারবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়